রাজ্য

উপনির্বাচন নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন

আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের তিন বিধানসভা আসনে ভোট হবে। এরমধ্যে কলকাতার ভবানীপুরে উপনির্বাচন এবং মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন হতে চলেছে ওইদিন। এই বিষয়ে কিছু নির্দেশিকা জারি করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) আরিজ আফতাবকে চিঠি দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

মূলত যে অঞ্চলগুলিতে নির্বাচন ও উপনির্বাচন হবে সেই অঞ্চলগুলির উন্নয়নখাতে নতুন করে কোনও অর্থ বরাদ্দ করা যাবে না। যদি কোন কাজের ওয়ার্ক অর্ডার হয়ে থাকে কিন্তু তার কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি সেই কাজগুলো এখনই শুরু করা যাবে না বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন শেষ হওয়ার পরেই এই কাজগুলো শুরু করা যাবে। কারণ রাজ্যে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গিয়েছে বলে চিঠিতে উল্লেখ জাতীয় নির্বাচন কমিশনের।

সূত্রের খবর, ওই চিঠি পেয়েই তৎপর নবান্ন। সংশ্লিষ্ট জেলাগুলিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই নির্দেশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে বলেই সূত্রের খবর। অপরদিকে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে এখন নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে। আজ থেকেই শুরু হয়ে যাবে মনোনয়ন পর্ব। কলকাতার ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাড়তি সতর্ক কমিশন।