পরিবেশ ব্রেকিং নিউজ

টুরিস্ট স্পেশাল ভিস্তাডোমের মুখে শাবক সহ মা হাতি! বাঁচালেন চালক

উত্তরবঙ্গের পর্যটন শিল্পের বিকাশে সম্প্রতি নতুন পর্যটক ট্রেন চালু করেছে রেলমন্ত্রক। তাতে জুড়ে দেওয়া হয়েছে বিলাসবহুল ভিস্তাডোম কোচ। ফলে ট্রেনে বসেই প্রকৃতির শোভা উপভোগ করতে পারছেন পর্যটকরা।

সেবকে জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথে গিয়েছে রেল লাইন। জঙ্গলে রয়েছে বিভিন্ন বন্যপ্রাণী। তাই ট্রেন এখানে ধীরে চলে। তবুও মাঝেমধ্যে দুর্ঘটনার খবর পাওয়া যায়। তবে এদিন চালকের তৎপরতায় বেঁচে গেল এক শাবক সহ মা হাতি। ঘটনাটি গুলমা এলাকায়, রবিবার সন্ধ্যা ৬.১৫ মিলিট নাগাদ শাবকটিকে নিয়ে রেল লাইন পার হচ্ছিল মা হাতিটি। ওই সময় আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ির দিকে ছুটে আসছিলো টুরিস্ট স্পেশাল (ভিস্তা ডোম) ট্রেনটি। গুলমার কাছাকাছি আসতেই চালক লক্ষ্য করেন দুটি হাটিকে। তৎক্ষনাৎ ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করিয়ে দেন তিনি। এরপর শাবক নিয়ে হাতিটি রেললাইন পেরিয়ে গেলে ফের চালু হয় ট্রেন। পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেন ট্রেনটির সহকারী চালক। পরে রেলমন্ত্রক ওই ভিডিও ট্যুইট করে, চালকের তৎপরতার প্রশংসা করেছে।

উল্লেখ্য, গত ২৬ অগস্ট এই লাইনেই দাড়িয়ে ছিল একটি হাতির দল। সেদিনও চালকের তৎপরতায় প্রানে বাঁচে বুনো হাতির দলটি। রবিবারও এই ধরনের ঘটনা ঘটল। এই নিয়ে গত দু সপ্তাহে এই এলাকায় এই ধরনের দুটি ঘটনা নজরে এল। ঘটনায় খুশি পরিবেশ কর্মীরা। আর খুশি ওই ট্রেনের পর্যটকদের দল। তারাও মন খুলে ছবি তুললেন হাতির শাবক ও তাঁর মায়ের।