আফ্রিকার মরক্কোতে প্রকৃতির ধ্বংসলীলায় গত ২৪ ঘণ্টায় সেদেশে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। তীব্র ভূমিকম্পে এখনও পর্যন্ত ২০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি গুরুতর আহত প্রায় ১৪০০-র কাছাকাছি মানুষ। এখনও অনেকেই ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন। কেউ হয়তো হয়তো মৃত, কেউ আবার বেঁচে আছেন। আহত এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে মরক্কো সরকার।
এর আগে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসপুরীর রূপ নিয়েছিল মধ্য এশিয়ার তুরস্ক। এবার সেই ভয়ংকর রূপ আফ্রিকার মরোক্কতে। চারিদিকে শুধু হাহাকার আর কান্নার রোল। শহরের হাসপাতালগুলি কানায় কানায় ভর্তি। মাটিতে ঠাঁই হয়েছে অনেক আহত ব্যক্তির। এই ভূমিকম্পকে মরক্কোয় গত দুই দশকের ভয়াবহতম ভূমিকম্প বলে দাবি বিশেষজ্ঞদের।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ভূমিকম্প মরক্কোর ভৌগলিক চিত্রই বদলে দিয়েছে। প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের মাটি বসে গিয়ে আচমকা সমতলে পরিণত হয়েছে! এক বা দু’জায়গায় নয়, একের পর এক পাহাড়ি গ্রাম সমতলে পরিণত হয়েছে।
উল্লেখ্য, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ওকাইমেডেনের ৫৬ কিলোমিটার পশ্চিমে, মাটি থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।