কলকাতা রাজ্য লিড নিউজ

হাইকোর্টে বিচারপতিদ্বয়ের নজিরবিহীন সংঘাত নিয়ে মুখ খুললেন প্রধান বিচারপতি

কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত নিয়ে এই প্রথম মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

মঙ্গলবার মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ‘সংঘাত’ প্রসঙ্গে কার্যত এজলাসে বসে দু:খ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

এদিন প্রথম অর্ধের শুনানি শেষে এজলাস ছাড়ার সময় প্রধান বিচারপতি বলেন, “দেশের অন্যতম বড় হাইকোর্টে এই ধরনের ঘটনা অনভিপ্রেত। দেশের অন্যতম বিচারালয়ে এই ধরনের ঘটনার দীর্ঘ প্রভাব পড়ে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার। আমি ব্যাক্তিগত ভাবে এই ঘটনায় লজ্জিত এবং দুঃখিত।তবে হাইকোর্টের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার মতো কোনও মন্তব্য করব না।”

উল্লেখ্য, গত বুধবার কলকাতা হাই কোর্টে মেডিক্যালের ছাত্র ভর্তির এক মামলার রায়কে কেন্দ্র করে সংঘাত তৈরি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে। এই ঘটনায় হস্তক্ষেপ করতে হয় সুপ্রিম কোর্টকে। যা কলকাতা হাই কোর্টের ইতিহাসে নজিরবিহীন বলেই দাবি করা হয়েছে। এই মামলায় আপাতত সব শুনানি হবে সুপ্রিম কোর্টে। সোমবার এই নির্দেশ দিয়েছে ভারতের শীর্ষ আদালত।