নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না অভিষেকের বিরুদ্ধে। শুক্রবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদিও ইডি-র দায়ের করা ইসিআইআর খারিজের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। এই পরিস্থিতিতে অভিষেকের ইসিআইআর খারিজের আবেদন অপরিণত অবস্থায় রয়েছে।
ইসিআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এরপর শুনানি শেষে শুক্রবার বিচারপতি জানান, সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পরে ইডি কোনও তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি। ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে এখন কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।
প্রসঙ্গত, কুন্তল ঘোষের চিঠির সূত্র ধরে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার। ডিরেক্টর সিইও সহ সকলের সম্পত্তির খতিয়ান করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।