বুধবার অন্ধ্রপ্রদেশের উপকূলের একেবারে কাছাকাছি আসতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে সমুদ্রের ঝড় সমুদ্রেই বিলীন হওয়ার সম্ভাবনাই বেশি। স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা প্রায় নেই। ‘তীব্র ঘূর্ণিঝড়’আজ ধীরে ধীরে দুর্বল হয়ে ‘ঘূর্ণিঝড়ের’ পরিণত হয়ে বৃহস্পতিবার সকালের মধ্যে তা গভীর নিন্মচাপে পরিণত হতে পারে।
বর্তমানে দেশের অনেক সমুদ্র এলাকায় ঘূর্ণিঝড় অশনির প্রভাব দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়টি এখন ধেয়ে আসছে অন্ধ্রপ্রদেশের দিকে। এদিকে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম এলাকায় ঝড়ের জেরে সমুদ্রে উত্থিত ঢেউয়ের মধ্যে একটি সোনার রথ ভেসে এসেছে। এই রথ কোথা থেকে এসেছে তার তথ্য এখনও জানা যায়নি।
তথ্য অনুযায়ী, শ্রীকাকুলাম জেলার সুন্নাপল্লী উপকূলে এই সোনার রথের সন্ধান মিলেছে। এই রথে সোনার একটি পাত বসানো আছে।রথটি মিয়ানমার, মালয়েশিয়া বা থাইল্যান্ড থেকে ভেসে এখানে পৌঁছেছে বলা হচ্ছে। এ সময় ওই এলাকার এসআই নৌপদ জানান, এই রথটি হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে। আমরা গোয়েন্দা ও ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়েছি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিওতে দেখা যায়, রথটি সমুদ্রের ঢেউয়ের মধ্যে ভেসে তীরের কাছাকাছি পৌঁছে যায়। তা দেখে স্থানীয় লোকজন তাকে সাগর থেকে বের করে। স্থানীয় লোকজন রথটিকে দড়ি দিয়ে বেঁধে তীরে নিয়ে যান।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ঘূর্ণিঝড়টি ১১ মে বিকেলের মধ্যে কাকিনাদ-বিশাখাপত্তনম উপকূলের কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।