আবহাওয়া দেশ লিড নিউজ

Cyclone Michaung: তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, জলের তলায় চেন্নাই, মৃত ৮

শক্তি বাড়িয়ে ‘মিগজাউম’ তীব্র ঘূর্ণিঝড়ের রূপে আছড়ে পড়ল। ইতিমধ্যেই বাংলাদেশের উপকূল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

এই সাইক্লোনের প্রভাবে ৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সাইক্লোনের প্রভাবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যে হাওয়া বদল হয়েছে।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়বে মিগজাউম। যার প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।

মৌসম ভবন জানিয়েছে, সাগরে শক্তি বৃদ্ধি করেছে মিগজাউম। ঘূর্ণিঝড় থেকে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়়ে। মিগজাউমের প্রভাবে ভারী বর্ষণে ইতিমধ্যেই ভেসে গিয়েছে চেন্নাই। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ব্যাহত হয়েছে পরিবহণ ব্যবস্থা। টানা দুদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে বহু এলাকা জলমগ্ন। যানবাহন জলের তোড়ে ভেসে গিয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট কার্যত নদীতে পরিণত হয়েছে। মেট্রো স্টেশনগুলি জল থৈ থৈ করছে।

পাশাপাশি চেন্নাই বিমানবন্দরের রানওয়ে ভেসে যাওয়ায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আসা-যাওয়ার সব বিমান বাতিল করা হয়। বাতিল করা হয়েছে বহু ট্রেনও। বন্ধ রাখা হয়েছে বাস চলাচল। ফলে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর ফলে লাক্ষাদ্বীপে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও শীতের পথে কাঁটা হচ্ছে ঘূর্ণিঝড়।