দেশ ব্রেকিং নিউজ

স্পুটনিক’ বুস্টার ডোজের অনুমোদন দিল কেন্দ্র

অতিমারীতে বিপর্যস্ত জনজীবন। বর্তমান পরিস্থিতি একটু ভালো হলেও চিন্তা থেকেই যাচ্ছে চিকিৎসকদের। তাই সব সময় সচেতন থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। করোনাকে আটকাতে বিশেষজ্ঞরা বার বার বলেছে, একমাত্র ভ্যাকসিনই ভরসা।

প্রথম প্রথম কিছু মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে ভীতির সঞ্চার হলেও পরে ভ্যাকসিন নিয়ে আগ্রহ লক্ষ্য করা যায় সকলের মধ্যে। এক এক করে ভ্যাকসিন প্রস্তুত শুরু হয়। কোভ্যাকসিন, কোভিশিল্ড সব থেকে বেশি জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এর পর আসে স্পুটনিক ভি। এবার স্পুটনিক ভি লাইটকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করার অনুমোদন দিল কেন্দ্র।

ভারত এই বছরের শুরুতে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া শুরু করেছে যারা কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড বেছে নিয়েছিলেন। বর্তমানে যারা দুই-ডোজ স্পুটনিক ভি টিকা নিয়েছেন তাদের জন্য তৃতীয় ডোজের ব্যাপারে কিছু জানা যাচ্ছিল না। ইতিমধ্যেই এখন তৃতীয় সতর্কতামূলক জ্যাব হিসাবে স্পুটনিক লাইটের ব্যবহারের অনুমোদন করেছে কেন্দ্র। এটি প্রাইভেট টিকা কেন্দ্রগুলিতে পাওয়া যাবে বলে খবর।

উল্লেখ্য, দেশে প্রায় ৬ লক্ষ ৫০ হাজার মানুষ রাশিয়ায় তৈরি স্পুটনিক ভি টিকা নিয়েছিলেন। এখন বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে তারা স্পুটনিকের বুস্টার ডোজ নিতে পারবেন। খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গিয়েছে ।