ব্রেকিং নিউজ রাজ্য

গুরুতর দুষিত রাজধানীর বাতাস

রাজধানী দিল্লির ‘হাওয়া’ বর্তমানে একই রয়েছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মতে, দিল্লির সামগ্রিক বায়ুর গুণমান সূচক ‘গুরুতর’ বিভাগে রয়েছে। শুক্রবার সকালে একিউআই রেকর্ড করা হয়েছে, তাতে আনন্দ বিহারে ৪১১, আলিপুরে ৪৩২, ওয়াজিরপুরে ৪৪৩, আরকেপুরমে ৪২২। বৃহস্পতিবারও পরিস্থিতি কমবেশি একই ছিল।

বোর্ডের মতে, রাজধানীর ১৪টি স্থানের একিউআই ৪০০-এর উপরে অর্থাৎ ‘গুরুতর’ বিভাগে রেকর্ড করা হয়েছে। আগামী দু-তিন দিনে দিল্লির দূষণ থেকে মুক্তি পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে, বৃহস্পতিবার দিল্লির একিউআই ছিল ৩৯০। শুক্রবার সকালে এই সংখ্যা ৪৫০-এর কাছাকাছি পৌঁছেছে। এটি বুধবার ছিল ৩৯৫। এদিন বাওয়ানা দিল্লির সবচেয়ে দূষিত এলাকা। এখানে একিউআই ছিল ৪৫০। আর্থ সায়েন্সেস মন্ত্রকের এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম অনুসারে, আগামী তিন-চার দিন বাতাসের গতিবেগ ঘণ্টায় দশ কিলোমিটারের নিচে থাকতে পারে। এই পরিস্থিতিতে বাতাসে দূষণ কম ছড়াবে।