বিনোদন

‘তাণ্ডব’ নিষিদ্ধ করার দাবি জানালেন বিজেপি নেতা

তাণ্ডব নিষিদ্ধ করার দাবি জানালেন বিজেপি নেতা কপিল মিশ্র। তাণ্ডব দলিত বিরোধী। পাশাপাশি এই ওয়েব সিরিজের মাধ্যমে হিন্দু দেবদেবীদের অপমান করা হয়েছে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে। এমনই অভিযোগে তার।

তাণ্ডবের  ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়। ১৫ জানুয়ারি ওই ওয়েব সিরিজ মুক্তির পর শুরু হয়ে যায় ফের শোরগোল। তাণ্ডবে সইফ আলি খান, ডিম্পল কপাডিয়া, গওহর খানরা অসাধারণ অভিনয় করেছেন বলে নেটিজেনদের একাংশ প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। ওই ঘটনার পরপরই এবার তাণ্ডবকে নিষিদ্ধ করা হোক বলে কপিল মিশ্র দাবি করেন। এমনকি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে নিজের ট্যুইটে ট্যাগও করেন কপিল মিশ্র।কপিলের অভিযোগ, তাণ্ডবে হিন্দু দেবদেবীদের অপমান করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে হিন্দুদের দেবদেবীদের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে যাতে বিষয়টির উপর নজর দেওয়া হয়, সে বিষয়ে কপিল মিশ্র দাবি জানান। বিজেপি নেতার ওই ট্যুইটের পর থেকেই ‘ব্যান তাণ্ডব’ বলে ট্যুইটারে ট্রেন্ড শুরু হয়। পাশাপাশি নেটিজেনদের একাংশ তাণ্ডবের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। হিন্দু দেব দেবীদের নিয়ে ওই ওয়েব সিরিজে কেন অশলীন মন্তব্য করা হয়, তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। তাণ্ডবে সইফ আলি খান, গওহর খান, ডিম্পল কপাডিয়ার পাশাপাশি রয়েছেন সুনীল গ্রোভার, দিনো মোরিয়া, কুমুদ মিশ্র, কৃতিকা কমরা, জিসান আয়ূব, সন্ধ্য়া মৃদুল, অনুপ সোনি, হিতেন তেজওয়ানি, পহেশ পাহুজা,  সোনালী নাগরানি-সহ আরও অনেকে।