ভারতের মাটি থেকেই ১৭ বছরের এক কিশোরকে অপহরণ করে নিল চিন সেনা। জানা গেছে, অরুণাচল প্রদেশের সিয়াং জেলা থেকে ওই কিশোরকে অপহরণ করা হয়েছে। অপহৃত কিশোরের নাম মিরোম তোরন। অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া এলাকায় কয়েকজন যুবকের ওপর আচমকাই লাল ফৌজ বাহিনী চড়াও হয় । বাকি সবাই পালিয়ে গেলেও ধরা পড়ে মিরোম তোরণ। অরুণাচল প্রদেশের সিয়াংয়ের ডেপুটি কমিশনার জানিয়েছেন ঘটনার পরে পরেই খবর দেওয়া হয়েছে ভারতীয় সেনার আধিকারিকদের।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, গোটা বিষয়টি নজরে আসতেই হটলাইনের মাধ্যমে চিনের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। ওই কিশোরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। যথাসম্ভব সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চিনা সেনাবাহিনী।
অরুণাচল প্রদেশের তেরোটি জায়গার নাম বদল করে নিজেদের ম্যাপে প্রকাশ করেছিল চিনা সরকার। তখন থেকেই উত্তেজনার পারদ চড়েছিল।গত বছরই চিনা অধিকৃত আকসাই চিন এলাকায় সীমান্ত সংলগ্ন অঞ্চলে ১০,০০০ লাল ফৌজ মোতায়েন করেছে চিন সরকার। সেই সঙ্গে মাঝারি মাপের ক্ষেপণাস্ত্র। যার পাল্টা ভারত সীমান্তেও সৈন্য সংখ্যা বাড়িয়েছিল ভারত সরকার। এই উত্তেজনার আবহেই ১৩ তম সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এর আগে ১২ তম সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল চিনা ভূখণ্ডে মালডোতে।
উল্লেখ্য, এর আগেও অরুণাচল প্রদেশ থেকে ভারতীয়দের অপহরণের অভিযোগ উঠেছিল লাল ফৌজের বিরুদ্ধে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে অরুণাচল প্রদেশের সুবানসিরি জেলা থেকে ৫ যুবককে অপহরণ করে নেয় চিনের পিপলস লিবারেশন আর্মি। এক সপ্তাহ বাদে ওই অপহৃত যুবকদের ছেড়ে দেওয়া হয়।