খেলাধুলা ব্রেকিং নিউজ

উপেক্ষিত নায়িকা! প্যারা অলিম্পিকে ভারতকে রুপো এনে দিলেন ভাবিনাবেন

তিনি বিশেষভাবে সক্ষম, হুইলচেয়ার তাঁর সর্বক্ষণের সঙ্গী। তবুও অদম্য জেদ ও অধ্যবসায় আজ তাঁকে সাফল্যের শীর্ষে বসালো। তিনি ভাবিনাবেন প্যাটেল, টোকিও প্যারা অলিম্পিকের আসর থেকে ভারতকে এনে দিলেন ঐতিহাসিক রুপো। মেয়েদের টেবিল টেনিস ফাইনালে তিনি হারলেন বিশ্বের এক নম্বর চাইনিজ প্যাডলার জিং ঝৌ-এর কাছে। ম্যাচের ফল ০-৩, তবুও তাঁর ফাইনালে ওঠার লড়াই ছিল রূপকথার।

এবারের টোকিও অলিম্পিকে ভারতের ফল সবচেয়ে ভালো ছিল। পদক তালিকায় প্রথম ৫০ দেশের মধ্যেও ভারতের স্থান হয়েছে। মূল অলিম্পিক শেষ হতেই টোকিওতে বসেছে প্যারা অলিম্পিকের আসর। আর তাতে ভারতকে প্রথম পদকের স্বাদ দিলেন ভাবিনাবেন।

প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষমদের টেবিল টেনিসে ভাবিনাবেন প্যাটেল ১২ নম্বর স্থানে, সেখানে চিনের জিং ঝৌ বিশ্বের এক নম্বর। তিনি ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং দুটি প্যারা অলিম্পিক মিলিয়ে মোট পাঁচটি পদকের অধিকারী। ফলে ভাবিনাবেন তাঁর সামনে দাঁড়াতেই পারেননি। ফলে ভারতীয় প্যাডলারকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। উল্লেখ্য পাঁচ বছর আগে রিও প্যারা অলিম্পিকে ভারতের দীপা মালিক শট পাট থ্রোয়িংয়ে রুপো পেয়েছিলেন।