প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘুম কেড়ে নেওয়ার হুমকি দিল জঙ্গিরা। হুমকি দিয়েছে বিচ্ছিন্নবাদী খালিস্তানি জঙ্গি সংগঠন শিখস্ ফর জাস্টিস। আগামী ২৪ সেপ্টেম্বর ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা ও জাপানের মতো কোয়াড ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের ওয়াশিংটনে বৈঠকে বসার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদীর আমেরিকা সফর শান্তিপূর্ণ হবে না, তাঁর রাতের ঘুম কেড়ে নেওয়া হবে— এই ভাষাতেই হুমকি দিয়েছে খালিস্তানি জঙ্গিরা।
এসএফজে-র মতে, নিজেদের দাবিতে লড়াই চালিয়ে যাওয়া কৃষকদের ওপর সরকারের কোনও সহানুভূতি নেই। বরং আন্দোলনরত কৃষকদের ওপর বারবার নির্মম আক্রমণ চালাচ্ছে মোদী নেতৃত্বাধীন সরকার। সরকারের এই দমনমূলক আচরণের বিরুদ্ধেই বিক্ষোভ দেখাবে তাঁরা।
শিখস্ ফর জাস্টিস নামের বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটি, ২০১৯ সালে ভারতে নিষিদ্ধ হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসে। নিষিদ্ধ হওয়ার পর থেকে ক্রমেই জনসমর্থন হারাচ্ছে এই সংগঠন। আগের মতো পঞ্জাবের তরুণরাও এই সংগঠন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সংগঠনটি প্রতি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রচ্ছন্ন মদত রয়েছে।
সূত্রের খবর, এই বিষয়ে সম্প্রতি দিল্লিতে পাঞ্জাব পুলিশের আধিকারিক ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকে এই নিষিদ্ধ সংগঠন নিয়ে সবরকম আলোচনা হয়েছে। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রটেকশন গ্রুপ বা এসপিজিকে সতর্ক করে দেওয়া হয়েছে। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই নরেন্দ্র মোদীর প্রথম আমেরিকা সফর।