আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ভয়াবহ রেল দুর্ঘটনা গ্রিসে

গ্রিসে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৫৭ জনের। আহতের সংখ্যা বহু। এই ট্রেন দুর্ঘটনায় কর্তৃপক্ষ রেল নেটওয়ার্ক তত্ত্বাবধানে ব্যর্থতার কথা স্বীকার করেছে। এরপরই রেলের বিরুদ্ধে শুরু হয়েছে বিক্ষোভ। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার এথেন্সে রেলের সদর দফতরের বাইরে বিক্ষোভ দেখান কমপক্ষে ৭০০ জন বিক্ষোভকারী।

ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে এথেন্স প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেনে কমপক্ষে ৩৫০ জন যাত্রী ছিল। অন্যদিকে, এই দুর্ঘটনার জেরে লাইনচ্যুত হয়ে যায় যাত্রীবাহী ট্রেনটির বেশ কয়েকটি কামরা। এমনকী ট্রেনের তিনটি কামরায় আগুন ধরে যায়। ট্রেনটিতে আগুন ধরে যাওয়ায় বহু মানুষ ট্রেনের কামরায় আটকে পড়েছিলেন।

উল্লেখ্য বুধবার ভোররাতে থেসালি অঞ্চলের টেম্পেতে আচমকাই মুখোমুখি চলে আসে একটি মালগাড়ি এবং একটি যাত্রীহাহী ট্রেন। হঠাৎই সিগন্যালিংয়ের গোলযোগে একই লাইনে দু’টি ট্রেন চলে আসে। এখনও পর্যন্ত ২৬৫ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনাস্থলের বেশ কিছু ছবি ও ভিডিয়ো।