কলকাতা সহ জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। তারই মধ্যে বঙ্গোপসাগরে মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’। যদিও সুপার সাইক্লোন ‘মোকা’ আদৌ পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে কিনা তা নিয়ে নিশ্চিত কোনও তথ্য নেই। তবে ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে মোকা আছড়ে পড়লে স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়বে রাজ্যে। যা শীঘ্রই নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকী বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়বে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৯ মে সাইক্লোন মোকা’ বাংলার আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি এবং ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৮ শতাংশ।
পূর্বাভাস বলছে, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে,বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৭০ থেকে ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শিলাবৃষ্টি এবং ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।