জেলা

মিড ডে মিল রান্নার টাকা না পেয়ে স্কুল শিক্ষকদের তালাবন্দি

জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ব্রাহ্মনপাড়া কাজী বাড়ি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে করোনা কালে গত দেড় বছরের বেশি সময় ধরে মিড ডে মিল তৈরী কাজের সাথে যুক্ত স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা টাকা পাননি। অভিযোগ সম্প্রতি রান্নার কাজে যুক্তদের টাকা স্কুল কর্তৃপক্ষের হাতে এসেছে। এরমধ্যে দুটি গোষ্ঠী তাদের বরাদ্দ টাকা পেয়েও গেছে। কিন্তু বাকি গোষ্ঠীগুলি টাকা পায়নি। এরই প্রতিবাদে সোমবার ওই স্কুলের শিক্ষকদের স্কুলেই তালাবন্দি করে রাখলেন।

ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দাবি, এই বিষয়ে তাঁরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন টাকা আসেনি। এর পরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

সমস্যা মেটাতে সোমবার দুপুরে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে স্কুলে বৈঠক ডাকে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু তাতে সমস্যা না মেটায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষকদের তালাবন্ধ করে দেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।

এরপর সোমবার বিকেলে সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন জলপাইগুড়ি জেলার ডিআই (প্রাইমারি) শ্যামল চন্দ্র রায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি স্কুল ইন্সপেক্টরকে ওই স্কুলে যাওয়ার নির্দেশ দেন।

ঘটনায় ডিআই শ্যামল চন্দ্র রায় বলেন, আমরা এক্ষুনি বিষয়টি জানতে পারলাম যে একটি স্কুলে মিড ডে মিল রান্নার বিল প্রদান নিয়ে শিক্ষকদের তালাবন্ধ করে রাখা হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার জন্য স্কুল ইন্সপেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। তার রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।