জেলা লিড নিউজ

Teacher Transfer Protest: আন্দোলনের জেরে বদলি না হওয়ার সিদ্ধান্ত শিক্ষকের

বনগাঁ ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তন্ময় বসু বিদ্যালয় ছেড়ে বাড়ির কাছে একটি প্রাথমিক বিদ্যালয়ে বদলির জন্য আবেদন জানান। শিক্ষা দপ্তর থেকে তার বদলির নির্দেশিকাও জারি হয়। তন্ময়বাবু স্কুল ছেড়ে চলে যাচ্ছেন এবং ইস্কুলের দায়িত্বভার অন্য শিক্ষকদের হাতে হস্তান্তর করছেন এই খবর ছড়িয়ে পড়তেই ছাত্রছাত্রী ও অভিভাবক-অভিভাবিকা স্কুল প্রাঙ্গনে এসে তাঁকে এই বিদ্যালয়ে থেকে যাওয়ার আর্জি জানাতে শুরু করেন। শিক্ষকের কাছে করজোড়ে আবেদন জানান অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা । তিনি যেন তাঁর বাকি শিক্ষকতা জীবন এই স্কুলেই কাটিয়ে যান। যদি তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন না করেন তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।

অভিভাবকদের দাবি ছিল, তন্ময়বাবু অত্যন্ত ভালো শিক্ষক। তিনি একজন আদর্শ শিক্ষকের প্রকৃত উদাহরণ। তাঁকে এই স্কুল থেকে কোন মতেই যেতে দেবেন না তারা। শেষমেষ ছাত্র-ছাত্রী অভিভাবক-অভিভাবিকাদের ভালোবাসার কাছে হার মানতে হল প্রধান শিক্ষককে। বিদ্যালয় বদলি সিদ্ধান্ত পরিবর্তন করে এই বিদ্যালয়েই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।