স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় শনিবার ভোররাতেই গ্রেফতার হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু। তাঁর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ সরকারের স্কিল ডেভেলপমেন্ট স্কিমে ৩৭১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকী একই অভিযোগে আটক করা হয়েছে চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশকেও। আর এসবের মাঝেই চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে সোমবার গোটা অন্ধ্রপ্রদেশ জুড়ে বনধের ডাক দিয়েছে তেলেগু দেশম পার্টি। এমনকী অভিনেতা তথা জনসেনা পার্টির সভাপতি পবন কল্যাণের দলও এই বনধে সমর্থন জানিয়েছেন।
টিডিপি দলের সমস্ত কর্মীরা সাধারণ মানুষকে এই বনধ সফল করতে আর্জি জানিয়েছেন। অন্যদিকে, চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে বিশাখাপত্তনমে অনশনে বসেছেন টিডিপি কর্মীরা। রবিবারই চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ শুরু করেন অভিনেতা তথা জনসেনা পার্টির সভাপতি পবন কল্যাণ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির প্রতিবাদে হায়দ্রাবাদ থেকে সড়কপথে বিজয়ওয়াড়ার দিকে রওনা দেন পবন কল্যাণ। এরপর এনটিআর জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন জনসেনা পার্টির সমর্থকরা। কার্যত সেকারণেই পুলিশ তাঁদেরকে গ্রেফতার করে বিজয়ওয়াড়ায় নিয়ে যায়। রবিবার ভোরে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে বিজয়ওয়াড়ার অ্যান্টি-কোরাপশন ব্যুরো কোর্টে পেশ করা হয়। এরপর আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখা হবে বলেই জানা গিয়েছে। এদিন রাতেই তড়িঘড়ি তাঁকে রাজামুন্দ্রি সেন্ট্রাল জেলে পাঠানো হয়।