ব্রেকিং নিউজ স্বাস্থ্য

পুজোর আগে ত্বকের যত্ন নিন, রোজ পাতে রাখুন রসুন

সামনেই পুজো। তার আগে ত্বকের যত্ন নিতে খাবার হিসেবে রসুনের অবশ্যই পাতে রাখুন। স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি রসুন ত্বক ভালো রাখতেও সাহায্য করে। কেননা রসুনের ভেতরে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি এজিং উপাদান। সেই কারণে বিউটি প্রোডাক্ট হিসেবেও রসুন দারুণ উপকারী। রসুন ব্যবহার করে উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব। পাশাপাশি রসুন ত্বকের দাগছোপ পরিষ্কার করতেও ভালো কাজ করে।যেহেতু এটি আপনার রান্নাঘরে সহজেই মিলবে তাই পকেটেও টান পড়ার সম্ভাবনা থাকবে না।

•ত্বকে ওপেন পোরস কমায়:

ত্বকে ওপেন পোরস দেখা গেলে ত্বকের নানা রকম সমস্যা দেখা দেয়। তাই ত্বকের ওপেন পোরস সারাতে এক টুকরো রসুনের সঙ্গে অর্ধেকটা টমেটো পেস্ট করে নিন। এরপর এই পেস্ট প্যাকের মতো আপনার মুখে লাগিয়ে নিন। দশ মিনিট এটি মুখে রেখে তারপর ধুয়ে ফেলুন।

•স্ট্রেচ মার্কস কমায়:

মোটা হয়ে গেলে বা সন্তানের জন্ম দেওয়ার পর অনেক সময় স্ট্রেচ মার্কস দেখা যায়। স্ট্রেচ মার্কস দেখতে খুবই খারাপ লাগে। তাই রসুনের রসের সঙ্গে কিছুটা অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই তেলটা গরম করে স্ট্রেচ মার্কসের ওপর লাগান। দেখবেন স্ট্রেচ মার্কস অনেকটাই কমে গিয়েছে।

•ত্বকে বলিরেখার ছাপ পড়তে দেয় না:

ত্বকে বয়সের ছাপ আটকাতে রসুন অত্যন্ত কার্যকরী। রসুন ব্যবহার করলে ত্বকে বলিরেখা দেখা দেয় না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটু রসুন খেলেই ত্বকে দীর্ঘদিন যৌবন ধরে রাখা যায়। প্রতিদিন সকালে মধু ও লেবুর রস মেশানো গরম জলের সঙ্গে এক টুকরো রসুন খেয়ে ফেলুন। উপকার অবশ্যম্ভাবী।