ব্রেকিং নিউজ লাইফস্টাইল

Durga Puja: পুজোর থিম ভাবনায় অবহেলিত পথ কুকুর

আসছে বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পরপর দু’বছর করোনা সংক্রমণের জেরে দুর্গা পুজোর আনন্দে ভাটার টান পড়েছিল। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। শহর কলকাতা থেকে শুরু করে শহরতলী এমন কি রাজ্যব্যাপী চলছে এবার দুর্গা পুজোর প্রস্তুতি।

শহরে বিখ্যাত থিমের পুজো গুলির পাশাপাশি এবছর ছোটখাটো বারোয়ারী পূজোতেও লেগেছে থিমের জৌলুস। উত্তর কলকাতার বিধান সরণি এটলাস ক্লাব তাদেরই অন্যতম। এ বছর তাদের ৩৯ তম বর্ষ। থিম পথ কুকুরদের নিয়ে। নাম দেওয়া হয়েছে ‘অনন্ত আশ্রয়’। শিল্পী- সায়ক রাজ। প্রতিদিন রাস্তায় পড়ে থাকা এই পথ পুকুররা অবহেলা, অবজ্ঞার ভার বহন করে প্রতিদিন লড়াই করে বেঁচে থাকে। খুব কম সংখ্যক মানুষ আছেন। যারা তাদেরকে দুবেলা দুমুঠো খাবার দেন। কেউবা কাছে ডেকে পরম যত্নে মাথায় এক-আধ বার হাত বুলিয়ে দেন। বিত্তশালী বাড়ির নামী-দামী বিদেশী কুকুরদের মত যত্ন, এসির হাওয়া ভালো খাওয়া কোনটাই জোটে না এদের কপালে।

শহর কলকাতার পশুপ্রেমী একদল মানুষের ঐকান্তিক প্রচেষ্টাতেই এ বছর বিধান সরণি অ্যাটলাস ক্লাবের পক্ষ থেকে এই পথপুকুরদের নিয়েই এবছর দূর্গা পূজার প্যান্ডেলের থিম গড়ে তোলা হচ্ছে।