দেশ ব্রেকিং নিউজ

স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন

রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ!কেন্দ্র এই মামলার পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের। রাষ্ট্রদ্রোহ আইনের পর্যালোচনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই আইনের আওতায় কোনও মামলা রুজু করা যাবে না। বুধবার এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি এন ভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহ আইনে যারা জেলবন্দি রয়েছেন, তাঁরাও আদালতে জামিনের আবেদন করতে পারবেন। এই আইনে আপাতত কোনও নতুন মামলাও রুজু করা যাবে না।

গত সোমবারই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, এই আইন পুনর্বিবেচনা করা হবে। তারপরেই সুপ্রিম কোর্ট জানতে চায়, পুনর্বিবেচনা শেষ না হওয়া পর্যন্ত কি স্থগিত রাখা হবে এই আইন? সেই উত্তর মিলল বুধবার। মঙ্গলবারই এই মামলার শুনানিতে নিয়ে কেন্দ্রীয় সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। আদালতে জমা করা হলফনামায় কেন্দ্র জানায় রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করা হবে। যদিও এর আগে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায়, রাষ্ট্রদ্রোহ আইন বাতিলে তাদের সায় নেই। বুধবার সুপ্রিম কোর্টে কেন্দ্র ফের জানায়, রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছে।’

রাষ্ট্রদ্রোহ আইনের বলেই স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধীর মতো নেতাদের গ্রেপ্তার করা হত। এখনও এই ধরনের আইন বলবৎ করা উচিত কিনা, তা নিয়ে আগেও প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি এই আইন সম্পূর্ণভাবে ছেঁটে ফেলতেও চাইনা সুপ্রিম কোর্ট।