রাজ্য লিড নিউজ

আরজিকর হাসপাতালের নিরাপত্তায় CISF, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় একের পর এক গাফিলতির অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিরাপত্তার অভাব বোধ করায় অনেক নার্স ও চিকিৎসক হস্টেল ছেড়ে চলে গিয়েছেন। নিরাপত্তা, সিসিটিভির যথাযথ ব্যবহারের মতো একাধিক বিষয় নিয়ে সরব চিকিৎসক সমাজ থেকে বিভিন্ন মহল। কার্যত সেকারণেই আরজিকর মামলার শুনানিতে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

এবার থেকে আরজিকর হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন হবে সিআইএসএফ। তা শুনে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল মন্তব্য করেন,’এরপর থেকে রাজ্য পুলিশের আর কোনও দায়িত্ব রইল না।’ সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, আরজিকরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ‘সুপ্রিম’ নির্দেশ পেয়ে এদিনই হাসপাতালে পৌঁছয় সিআইএসএফ।

অন্যদিকে, দেশের সব হাসপাতালগুলির নিরাপত্তায় নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, যত শীঘ্র সম্ভব হাসপাতালের ডার্ক স্পট চিহ্নিত করতে হবে। প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড নিয়োগ করতে হবে। একইসঙ্গে মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধু ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েই দায় সারা যাবে না। সেই সিসিটিভি ক্যামেরা হতে হবে ‘হাই রেজোলিউশন’-এর।