সাদা পোশাক কমবেশি আমাদের সবারই খুব পছন্দের। কিন্তু সাদা পোশাক দেখতে যতই ভাল লাগুক না কেন, পোশাকের সাদা রং টিকিয়ে রাখতে বেশ কাঠখড় পোড়াতেই হয়। সাদা জামার জেল্লা বজায় রাখা কিন্তু বেশ কষ্টকর। সাদা জামা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তাই জামার সাদা রং ধরে রাখতে সাধারণত আমরা ব্লিচ ব্যাবহার করে থাকি। কিন্তু পছন্দের পোশাকে অনেকেই ব্লিচ ব্যবহার করতে চান না। তাই ব্লিচের বদলে আপনি ঘরে থাকা কিছু জিনিসে ভরসা রাখতে পারেন।
• ভিনিগার:
এক বালতি গরম জলে এক কাপ সাদা ভিনিগার মিশিয়ে তাতে পছন্দের সাদা পোশাক সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে সেই পোশাক ভাল করে ধুয়ে নিলেই বাড়বে পোশাকের জেল্লা।
• বেকিং সোডা:
জলে এক কাপ বেকিং সোডা মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। তারপর সাদা পোশাকটি তার মধ্যে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এরপর সেই পোশাক জামা কাপড় ধোয়ার সাবান দিয়ে ধুয়ে ফেললেই সাদা রং আরও উজ্জ্বল হয়ে যাবে।
• বোরাক্স:
প্রাকৃতিক ভাবে পাওয়া খনিজ বোরাক্স হল ক্লোরিন, একটি ব্লিচের বিকল্প। এটি দাগছোপ দূর করতে সাহায্য করে। এক্ষেত্রে এক বালতি গরম জলে আধ কাপ বোরাক্স গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণে সাদা জামা অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রেখে তা পরে ধুয়ে ফেলুন।