এবার কড়া রায় দিল সুপ্রিম কোর্ট। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবেই। তা না হলে ছাত্রছাত্রীদের পাশ করানো যাবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকাকেই শুক্রবার সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। সুতরাং পরীক্ষা বাতিলের আর্জি খারিজ হয়ে গেল। ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হবে বলে জানিয়েছে বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এমআর শাহের বেঞ্চ।
জানা গিয়েছে, গত ৬ জুলাই ইউজিসি তাদের নির্দেশিকায় জানিয়েছিল ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলিকে ছাত্রছাত্রীদের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে। এদিনের সুপ্রিম কোর্টের নির্দেশিকার পর আপাতত সেই সিদ্ধান্তই বহাল থাকছে। ফলে যারা পরীক্ষা বাতিলের জন্য সর্বোচ্চ আদালতের দরজায় কড়া নেড়েছিল তাদের খালি হাতেই ফিরতে হল।
আদালত সূত্রে খবর, করোনা পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পড়ুয়ারা। গণ–পরিবহনই চলছে না। সেক্ষেত্রে কীভাবে পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে যাবেন পড়ুয়ারা, তা নিয়েই উঠেছিল প্রশ্ন। তখন চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার সময়সীমা ৩০ সেপ্টেম্বরের পরেও বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ইউজিসি। এমনকী করোনা পরিস্থিতির কারণে যে যে রাজ্য এই পরীক্ষা আয়োজন করতে অপারগ তারাও ইউজিসি’র কাছে আবেদন করতে পারবে বলে জানিয়েছেন, বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ।
বিভিন্ন রাজ্যে লকডাউনের কড়াকড়ি। ফলে তাঁদের সমস্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা। এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অসংখ্য ছাত্রছাত্রী। অধ্যাপক–অধ্যাপিকাও। এমন কি সংগঠন হিসেবে আদিত্য ঠাকরের যুব সেনাও সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন। কোনও আবেদনই এদিন শোনেনি সর্বোচ্চ আদালত।