জেলা ব্রেকিং নিউজ

শেষ টিকিটে বাজিমাত, ৩০ টাকার লটারি কেটে কোটিপতি সবজি বিক্রেতা

৩০ টাকার লটারি কেটে কোটিপতি হলেন এক সবজি বিক্রেতা। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার কুমড়া পাঁচঘরিয়া এলাকার বাসিন্দা সাইফুল মন্ডল দীর্ঘদিন দরিদ্রতার সঙ্গে লড়াই করে জীবন জীবিকা নির্বাহ করে চলেছেন। অশোকনগর রেল স্টেশনে একটি ছোট্ট সবজির দোকান রয়েছে সাইফুলের। কিন্তু ৩০ টাকার লটারিতেই জীবন পাল্টে দিল সাইফুলের।

বাবা, মা, ছেলে, মেয়ে নিয়ে মোট সাতজনের সংসার সাইফুলের। একার মাথায় ছিল সমস্ত দায়িত্ব। রেল স্টেশনের সবজি বিক্রি করে কোন মতে সংসার চলত। বুধবার সন্ধ্যায় তার জীবনটা পাল্টে দিল। এখন সে কোটিপতি সবজি বিক্রেতা।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় কুমড়া বাজারের একটি লটারি ব্যবসায়ীর দোকানে শেষ একটি টিকিট ছিল। জোর করে সাইফুলকে দিয়েও দেন লটারি বিক্রেতা। আর বৃহস্পতিবার সকালে বাজারে গিয়ে জানতে পারে সেই লটারিতেই প্রথম পুরস্কার হয়েছে জিতেছেন এক কোটি টাকা।

মাঝেমধ্যে লটারি কিনতেন সাইফুল নিজের ভাগ্য পরীক্ষা করবেন বলে। সেই লটারি যে ভাগ্য ফিরিয়ে দেবে সাইফুল মন্ডলের তা কল্পনাও করতে পারেননি। লটারি নিয়ে হাবড়া থানায় হাজির হয়েছেন সবজি বিক্রেতা। সাইফুল কিছুটা ভয়েই লটারি নিয়ে থানায় হাজির হয়েছে। সাইফুল জানিয়েছেন, কার্যত জোর করেই লটারি আমাকে দিয়েছিলেন আর সেই লটারিতে পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা পরিবারের সকল সদস্য।

সাইফুল দাবি করেন, আগামীতে বাড়ি তৈরি করবেন এবং জমি কিনবেন। বাদবাকি টাকাতে ছেলেমেয়েদের পড়াশোনা সঠিক ব্যবস্থা করবেন। অবশিষ্ট টাকা গচ্ছিত করবেন ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। এই ঘটনায় এলাকায় কার্যত এখন রব উঠেছে- সবজি ব্যবসায়ী কোটিপতি।