জেলা ব্রেকিং নিউজ

বড় সাফল্য হাবড়া পুলিশের, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত

৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে বড় সাফল্য পেল হাবড়া থানার পুলিশ। হাবড়ার ব্যবসায়ী খুনের ঘটনায় খুনের পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল। দু দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বরূপনগর থানার চারঘাট চাতরা এলাকায় আত্মগোপন করেছিল। মঙ্গলবার রাত দশটা নাগাদ স্বরূপনগর থানার চাতরা এলাকার কানুপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্ত সমীর সরকার ওরফে সাধুকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর মারফত জানা গিয়েছে, মোবাইল টাওয়ার ট্রাক করেই এই সাফল্য পেয়েছে পুলিশ।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় হাবড়ার নগরউখড়া মোড়ের কাছে শ্রীপুর এলাকায় খুন হন পার্থসারথি বিশ্বাস নামে এক ব্যক্তি। ব্যবসায়িক লেনদেনের কারণে এই খুন বলে জানতে পারে পুলিশ। কামারথুবা নবপল্লির বাসিন্দা সমীরের সঙ্গে দীর্ঘ দিন ধরেই সুদের কারবার ছিল পার্থবাবুর‌। বেশ কিছুদিন ধরেই ধার দেওয়া টাকা ফেরত চেয়েও পাচ্ছিলেন না পার্থ বাবু। ধার দেওয়া টাকা বারবার ফেরত চাইতেই এই ভয়ানক ঘটনা ঘটিয়ে ফেলে অভিযুক্ত। দোকানে ঢুকে ধারালো ছুরি দিয়ে পার্থবাবুর গলায় কোপ দিয়ে খুন করে অভিযুক্ত সমীর।

পুলিশ সূত্রে জানা গেছে, আপাতত তাকে বারাসাত আদালতে পেশ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে।