লোকসভা নির্বাচনের আগে দুদিনের রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার আরামবাগে ও শনিবার কৃষ্ণনগরে রাজনৈতিক জনসভা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই দু’দিনের বঙ্গ সফর ও দু’টি জনসভাই রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথাও রয়েছে তাঁর। বঙ্গে আসার আগে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত যোগী আদিত্যনাথ, দেবেন্দ্র ফড়ণবিস, পুষ্কর সিং ধামির মতো নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মোদি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় প্রধানমন্ত্রীর বড় কোনও বার্তা দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন দুপুর ৩ টের আগেই হেলিকপ্টারে চেপে আরামবাগে পৌঁছয় প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ৩টেয় মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর বক্তব্য রাখেন জনসভায়।মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির নেতারা। এদিন আরামবাগ পৌঁছেই একাধিক প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। রেল ও বন্দর মিলিয়ে প্রায় ৭২০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করেছেন মোদী।