রাজ্য লিড নিউজ

রাজ্যের সুপ্রিম ধাক্কা: সন্দেশখালির শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে বাধা নেই সিবিআইয়ের

সন্দেশখালিকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সন্দেশখালিকাণ্ডের তদন্ত করবে সিবিআই। একইসঙ্গে ধৃত শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু, শাহজাহান মামলায় হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল সরকার। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। অর্থাৎ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে আর বাধা নেই সিবিআইয়ের।

প্রসঙ্গত, মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ধৃত শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার রাতেই ভবানী ভবনে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও শেখ শাহজাহানকে হেফাজতে নিতে পারেনি সিবিআই।

এদিন সন্ধে সাতটা পর্যন্ত অপেক্ষা করলেও সন্দেশখালির শাহজাহানকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়নি সিআইডি। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করার অভিযোগ ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। তাদের দাবি, আদালতের নির্দেশ মেনে শাহজাহানকে হেফাজতে নিতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে।