ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কার রেলওয়ে পরিকাঠামো উন্নয়নের সহায়তা করছে ভারতীয় রেল। সম্প্রতি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ভারতীয় রেল ২০টি অত্যাধুনিক যাত্রীবাহী কোচ রফতানি করেছে। কলম্বোতে ভারতীয় হাইকমিশনের জারি করা বিবৃতি অনুসারে জানা গিয়েছে, অত্যাধুনিক কোচগুলি পড়শি দেশে পাঠাতে সাহায্য করেছে রেলের সহযোগী সংস্থা রাইটস (RITES)। গত ১৭ সেপ্টেম্বর এই ২০টি অত্যাধুনিক রেল কোচ কলম্বো বন্দরে পৌঁছেছে। সূত্রের খবর, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ভারত ১৬০টি অত্যাধুনিক রেল কোচ সরবরাহ করবে। চুক্তির পরিমান ৮২.৬ মিলিয়ন ডলার।
রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, মত ১৬০টি অত্যাধুনিক কোচ রফতানির বরাত পেয়েছে ভারত। এর মধ্যে এখনও পর্যন্ত ৬০টি অত্যাধুনিক কোচ কলম্বো পাঠানো হয়ে গিয়েছে। আরও ২০টি কোচ তৈরি আছে, যেগুলি শীঘ্রই শ্রীলঙ্কায় পাঠানো হবে। রেল সূত্রে খবর, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) শ্রীলঙ্কার রেললাইনে চলাচলের যোগ্য কোচগুলি তৈরি করেছে। যা সম্পূর্ণরুপে রফতানি করা হচ্ছে ওই দেশে। এছাড়া রেলের সহযোগী সংস্থা রাইটস দুটি ডিএমইউ (DMU) রেক শ্রীলঙ্কায় পাঠাচ্ছে, যেগুলি খুব শীঘ্রই জাহাজে তোলা হবে। ১৩ কামরার ওই ডিএমিউ রেক ওই দেশে নিয়ে গিয়ে জুড়ে দেওয়া হবে। উল্লেখ্য, ছোট্ট দ্বীপরাষ্ট্রটির রেল পরিকাঠামো উন্নয়নে ভারত সরকার পুরোপুরি সাহায্য করছে। ওই দেশের কয়েকটি রেল রুটে ডবল লাইন তৈরি, এবং সিগন্যালিং ব্যবস্থাপনা উন্নয়নেও ভারতীয় রেল সহযোগীতা করছে।