বিনোদন

সুন্দরবনে সৃজিত-মিথিলার বিবাহবার্ষিকী

বহুল আলোচিত জুটি সৃজিত-মিথিলা। তাদের প্রেম ও বিয়ের পেছনের ঘটনা সবারই জানা। অনেক বাঁধা পেরিয়ে দুই বাংলার দুই মন এক হলো। আজ রোববার (৬ ডিসেম্বর) তাদের প্রথম বিবাহবার্ষিকী।
দেখতে দেখতে সৃজিত মিথিলার সংসার এক বছর হতে চলল। গত বছরের ৬ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দিনটি উদযাপনে ছোট আইয়ারাকে নিয়ে তারা সুন্দরবন বেড়াতে গিয়েছেন।

কয়েক দিন আগে শীতের মিষ্টি রোদ্দুর মেখে ছোট আইরা আর স্ত্রী মিথিলাকে নিয়ে পরিচালক সৃজিত মুখার্জি চিড়িয়াখানা বেড়াতে যান। সৃজিত-মিথিলার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি উঠে এসেছিল। এবার তাদেরকে নিয়ে সৃজিত সুন্দরবন বেড়াতে গেলেন। সুন্দরবন ঘুরে দেখার এক টুকরো মুহূর্ত পরিচালক নিজেই টুইটারে পোস্ট করেছেন। লিখেছেন, ‘বনের দিনরাত্রি।’