ব্রেকিং নিউজ রাজ্য

বাংলায় ট্রেন চলাচল কমাচ্ছে রেল

করোনা সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে রাজ্যে। আনলক পর্ব শুরু হতেই রাজ্যে মহামারির আকার নিয়েছে। এবার রাজ্যের আবেদন মেনে এই রাজ্যে ট্রেন চলাচল কমানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বই, দিল্লি, আহমেদাবাদ রুটের মধ্যে কমছে ট্রেন। রেলমন্ত্রক সূত্রে খবর, আগামী ১০ জুলাই থেকে কার্যকর হবে নতুন এই নিয়ম।
দেশের সর্বাধিক করোনা প্রভাবিত রাজ্যগুলি থেকে এবার সপ্তাহে একদিন করে ট্রেন যাবে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। হাওড়া থেকে প্রায় রোজই ট্রেন যায় মুম্বই এবং আহমেদাবাদে। নয়া নিয়ম অনুযায়ী, আগামী ১০ তারিখ থেকে তা সপ্তাহে একদিন যাবে। পাশাপাশি হাওড়া থেকে পূর্বা দিল্লির রুটেও প্রায় প্রত্যেকদিনই ট্রেন ছাড়ে। সেটাও কমে সপ্তাহে একদিন করা হচ্ছে। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত রবিবার একদিনে আক্রান্ত ও মৃতের নিরিখে সর্বাধিক উচ্চতায় পৌঁছে গিয়েছিল পরিসংখ্যান।
হাওড়া ও শিয়ালদহ থেকে রোজই স্পেশ্যাল ট্রেন হিসেবে চলাচল করে পূর্বা এক্সপ্রেস, আহমেদাবাদ এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, যোধপুর এক্সপ্রেস, ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেস। এই বেশ কয়েকটি বিশেষ ট্রেনকে সপ্তাহে একদিনের বেশি রাজ্যে প্রবেশে দিতে আপত্তি জানায় রাজ্য সরকার। এই যাতায়াতেই সংক্রমণ বাড়ছে রাজ্যে। তাই রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি দেয় রাজ্য। চিঠি পাওয়ার পরই রেল বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়। পূর্ব রেল সূত্রে খবর, বোর্ড রাজ্যের আবেদনে ইতিবাচক সাড়া দিলেই দৈনিক ট্রেনগুলিকে সাপ্তাহিক হিসাবে চালানো শুরু করবে।