ব্রেকিং নিউজ রাজ্য

Special Metro: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো পরিষেবা

বুধবার থেকে শুরু হয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। একইসঙ্গে এদিন থেকেই শুরু হয়েছে একাদশ শ্রেনির পরীক্ষা। কার্যত সেকারণেই এবার পরীক্ষার্থীদের সুবিধার্থে ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এমনকী, শনিবার করে চলবে অতিরিক্ত ৮টি মেট্রো। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কম করা হয়েছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পাঁচ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে।

জানা গিয়েছে,পরীক্ষার্থীদের জন্য দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মোট ৮ অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অতিরিক্ত ৪টি মেট্রো চলবে। যার মধ্যে সকাল ৯টায় এবং ১১টা৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত অতিরিক্ত দুটি মেট্রো পাওয়া যাবে। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকালে অতিরিক্ত দুটি মেট্রো পাওয়া যাবে সকাল ১০টায় এবং ১০টা ৫৫ মিনিটে। বাকি ৪টি মেট্রো পাওয়া যাবে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত অতিরিক্ত দুটি মেট্রো পাওয়া যাবে দুপুর ৩টে বেজে ৫ মিনিটে এবং ৪টে বেজে ১৫ মিনিটে পাওয়া যাবে। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত দুটি মেট্রো পাওয়া যাবে ৩টে ১০ মিনিটে এবং ৪টে ১২ মিনিটে।

অন্যদিকে, পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে যেতে কোনও সমস্যা না হয় সে কথা মাথাই রেখে পূর্ব রেল কিছু লোকাল ট্রেনের বাড়তি স্টপেজের ব্যবস্থা করেছে। পরীক্ষার দিনগুলিতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের দুই শাখায় বেশ কিছু ট্রেন অতিরিক্ত কয়েকটি স্টেশনে দাঁড়াবে বলেই রেল সূত্রে খবর।