এখন চর্চা ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সূত্রের খবর, বিজেপি-বিরোধী জোট নিয়ে আলোচনার লক্ষ্যেই জুলাই মাসের শেষের দিকে দিল্লি যেতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করতে পারেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং অন্য বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে। বিধানসভা ভোটে বাংলায় ভরাডুবি হয়েছে কংগ্রেসের। সেই জায়গায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় ফিরে আসার সঙ্গেই দেশজুড়ে মোদী–বিরোধিতার মুখ হয়ে উঠেছেন মমতা। ভোটের পর মমতাকে বার্তা দিতে কংগ্রেসের জাতীয় নেতৃত্বের একাংশও।
সূত্রের খবর, আগামী ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন মমতা। সেখানে তিন-চার দিন থাকার কথা রয়েছে তাঁর। ওই দিল্লি সফরেই সোনিয়া–সহ অন্য বিরোধী দলগুলির নেতৃত্বের সঙ্গে বৈঠক হতে পারে মমতার। সাংসদ শতাব্দী রায়কে দিল্লি যাওয়ার কথা বলেছেন নেত্রী। ১৯ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। বাদল অধিবেশন চলাকালীন দিল্লি যেতে পারেন মমতা।
দিল্লিতে বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা।
পাশাপাশি দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গেও কথা বলার সম্ভাবনা রয়েছে তাঁর। তবে কবে কোথায় যাবেন, কত দিন থাকবেন তা ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস উদ্যাপনের দিন ঘোষণা করবেন মমতা। আগেই ভোটকুশলী প্রশান্ত কিশোর সেখানে গিয়ে রাস্তা তৈরি করে এসেছেন। এবার পা রাখবেন মমতা।
আগামী ২০২৪ সালে লোকসভা ভোট। ওই ভোটে বিভিন্ন রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে কংগ্রেসকে। এক্ষেত্রেও নি:সন্দেহে বলা যায়, বিজেপির মোকাবিলায় কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোট হতে পারে না। চলতি সপ্তাহেই সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক করেছেন ভোট-কৌশলী প্রশান্ত কিশোর। এই ব্যাপারটিও সোনিয়া–মমতার কাছাকাছি আসার অন্যতম অনুঘটক হিসেবে বিবেচিত হতে পারে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।