ব্রেকিং নিউজ রাজ্য

রামপুরহাট কাণ্ড, রাজ্যপালকে চিঠি মমতার

বগটুই গ্রামের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। রামপুরহাটের ঘটনায় ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। প্রথমে আশঙ্কা করা হয় মৃত্যু হয়েছে ১০ জনের। সোমবার রাতে উদ্ধার হওয়া তিন জনের ভিতর দুইজনের চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজে। মঙ্গলবার সকালে বগটুই গ্রামের ওই পুরো বাড়ি থেকে দমকল বিভাগের কর্মীরা উদ্ধার করে সাতটি মৃতদেহ।

রামপুরহাট কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠান রাজ্যপাল জগদীপ ধনকড়কে। এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল । রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ফের সরব হন তিনি। এ বিষয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন ধনকড়।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, রামপুরহাটের এই ঘটনা নিয়ে এনআইএ এবং সিবিআই উভয়ই তদন্ত শুরু করুক। পাশাপাশি পুলিশ মন্ত্রী পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এন আই এ ও সি বি আই তদন্তের দাবির পাশাপাশি শুভেন্দু অধিকারী জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এদিন বিজেপির এক প্রতিনিধি দল দেখা করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।জানা গিযেছে,  বিজেপির প্রতিনিধি দল আগামীকাল রামপুরহাটের ঘটনাস্থল পরিদর্শনে যাবে। হাইকোর্টে বিজেপির তরফ থেকে এই ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।