আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

আবহাওয়ার কিছুটা উন্নতি দক্ষিণবঙ্গে: লাগাতার বৃষ্টি শেষে অবশেষে রোদের দেখা

টানা এক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টির পর অবশেষে দেখা মিলল রোদ ঝলমলে আকাশের। সপ্তাহান্তে এসে ধীরে ধীরে নিম্নচাপের মেঘ কাটছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। তবে এদিন বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বেলা বাড়লে বৃষ্টির পরিমাণ কমে আসবে।

গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও শুরু হয়েছিল ভারী বৃষ্টি।অন্যদিকে, মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। বেশ কিছু জায়গায় ধসের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। কলকাতা ও তার আশপাশের এলাকায় বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে পুরোপুরি হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভূমি ধসের সতর্কতা জারি করা হয়েছে।