কলকাতা ব্রেকিং নিউজ

কলকাতা বিমানবন্দরে চলল গুলি

কলকাতা বিমানবন্দরে চলল গুলি। ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক কর্তব্যরত সিআইএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে, বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে একটি ওয়াচ টাওয়ারে। মৃত ওই জওয়ানের নাম শ্রীবিষ্ণু। তেলেঙ্গানার বাসিন্দা ওই জওয়ান নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

জানা গিয়েছে, এদিন ওয়াচ টাওয়ারে কর্তব্যরত অবস্থায় ছিলেন শ্রীবিষ্ণু। ভোর ৫টা ১৫ নাগাদ হঠাৎ সেখান থেকে গুলি চালানোর শব্দ শুনতে পান বিমানবন্দরের কর্মীরা। কর্তব্যরত জওয়ানরা ছুটে গিয়ে দেখেন এক সিআইএসএফ জওয়ান মাটিতে লুটিয়ে পড়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর চত্বরে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন সিআইএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশকর্মীরা। ওই জওয়ানকে উদ্ধার করে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।