দীপাবলির রাতে ভয়াবহ পথদুর্ঘটনা। পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন যুবকের। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রামপঞ্চায়েতের চারাতলা এলাকায় রবিবার রাতে এই পথদুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম তন্ময় কীর্তনিয়া, সুজিত হালদার ও অমিত মাজি। গোপালনগর থানার পাঁচপোতা গ্রামের বাসিন্দা ছিলেন তাঁরা। আহত হয়েছেন পুলিশ আধিকারিক-সহ ২ জন। আহত হয়েছেন বনগাঁ মহিলা থানার আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। আহতদের বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রবিবার নাটাবেড়িয়া থেকে বনগাঁর দিকে যাচ্ছিল পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সেই সময়ই উল্টো দিক থেকে একটি বাইক আসছিল। তাতে তিনজন যুবক ছিলেন। অভিযোগ, পুলিশের গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীরা ছিটকে পড়েন। এদিকে আহত হন পুলিশ আধিকারিক ও তাঁর গাড়ির চালকও। নিহতদের পরিবারের দাবি, পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। তাতে প্রাণ গেল তিন যুবকের।
এ বিষয়ে বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় জানান, বাইকটি হঠাৎ তাঁর গাড়ির সামনে চলে এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ২ জন মারা যান। পরে আরও একজনের মৃত্যু হয়।