দু’বছরের করোনা বিধি-নিষেধের পর আবার সাড়ম্বরে পালিত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। বিগত দু’বছর ধরে করোনার জেরে সরকারি বিধি-নিষেধকে মান্যতা দিতে মানুষের মনে উৎসবকে ঘিরে একটু হলেও ভাটার টান পড়েছিল। অবশেষে সেই সমস্ত বিধি নিষেধকে কাটিয়ে মন খুলে দুর্গাপুজোয় মাততে চলেছে আপামর বঙ্গবাসী।
দুর্গা পুজো পালনে শহর বসিরহাটের নাম রাজ্যের মধ্যে বেশ জ্বলজ্বল করে। আর সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে এবার খুঁটি পুজোয় মাতলেন বসিরহাট সবুজ সংঘের মহিলারা। সমাজের দুর্গারাই এবার খুঁটিপুজোয় মেতে উঠলেন।
পুজোর আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। তাই খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল বসিরহাট টাকি রোড পার্শ্বস্ত সবুজ সংঘের ময়দানে। এই খুঁটি পুজো উৎসবে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোমা দাস সহ এলাকার মহিলারা।
উদ্যোক্তা দীপ সরকার জানান, দীর্ঘ করোনা মহামারীর পর অবশেষে প্রাণ খুলে নিশ্বাস নিতে পারছি আমরা। তাই মায়ের আগমনীতে খুঁটি পুজোর দায়িত্ব এবার মহিলাদের হাতেই তুলে দেওয়া হল।