বিদ্যুতের কভার কেবল লাগাতে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে জলে পড়ে। সেই খুঁটির তলায় চাপা পড়ে মৃত্যু হল মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের।
সোমবার সকালে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের চ্যাঙ্গা চাঁদপুর এলাকায় বিদ্যুতের খোলা তার সরিয়ে কভার তার লাগাতে বিদ্যুতের খুঁটিতে ওঠে সরজিৎ ঘোষ নামে হামকুড়ার বাসিন্দা এক ঠিকা শ্রমিক। বিদ্যুতের খুঁটি থেকে খোলা তার কাটতেই পুকুরের দিকে ভেঙে পড়ে যায় বিদ্যুতের খুঁটিটি। সেফটি বেল্ট থাকায় বিদ্যুতের খুঁটির নিচে জলের মধ্যে চাপা পড়ে ওই ঠিকা শ্রমিক। কিন্তু খুঁটির তলায় জলের মধ্যে চাপা পড়ে যাওয়ায় মর্মান্তিকভাবে প্রাণ যায় সরজিতের। এরপর সহকর্মীরা তাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা সরজিতকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনায় বিদ্যুৎ দপ্তরের বাগদার স্টেশন ম্যানেজার ভবেশ মল্লিক বলেন, সকালে বিদ্যুতের খুঁটিতে খোলা তার সরিয়ে কভার তার লাগানোর কাজ করতে এসে বিদ্যুতের খুঁটি ভেঙে জলে পড়ে মৃত্যু হয়েছে সরজিৎ ঘোষ নামে এক ঠিকা শ্রমিকের। সরজিতের সহকর্মী জসীম বিশ্বাস জানান, তাঁরা চেষ্টা করেছিলেন তবে চোখের সামনে এভাবে মৃত্যু মানা যায় না।