ব্রেকিং নিউজ রাজ্য

রবিবার বাতিল একাধিক ট্রেন

সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। এবার হাওড়া শাখার বিভিন্ন লাইনে বাতিল একাধিক ট্রেন। একটি বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেল জানিয়েছে, ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে শনি ও রবিরার হাওড়া থেকে বেশকিছু ট্রেন বাতিল থাকবে। বেশকিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। বহু ট্রেনের সময়সূচিও বদলানো হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, রবিরার হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস বালি স্টেশনে ১০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ১২৩০৪ নতুন দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস আসানসোল ডিভিশনে ৪৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল ১১টা ১৫ মিনিটের পরিবর্তে ১১টা ৪৫ মিনিটে ছাড়বে। ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ১টা ১০ মিনিটের পরিবর্তে ১টা ৪৫ মিনিটে ছাড়বে। ৩৭৩৬২ আরামবাগের পরিবর্তে ছাড়বে তারকেশ্বর থেকে। অন্যদিকে, হাওড়া থেকে ৩৭৩১৫, তারকেশ্বর থেকে ৩৭৩২৬, ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, কাটোয়া থেকে ৩৭৭৪৮, ০৩০৯৫ ও আজিমগঞ্জ থেকে ০৩০৯৬ নম্বর ট্রেন বাতিল থাকবে।

রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকবে-

শিয়ালদহ-রানাঘাট আপ ৩১৬১১, ৩১৬১৫ ও ডাউন ৩১৬১২, ৩১৬১৪।শিয়ালদহ-শান্তিপুর আপ ৩১৫১১, ৩১৫১৩ এবং ডাউন ৩১৫১২, ৩১৫১৪। শিয়ালদহ-কৃষ্ণনগর আপ ৩১৮১১, ৩১৮১৭ এবং ডাউন ৩১৮১২, ৩১৮১৪। শিয়ালদহ- গেদে আপ ৩১৯১১, ৩১৯১৫ এবং ডাউন ৩১৯১২, ৩১৯১৪