নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক-পুত্র সৌভিক ভট্টাচার্যের জামিন মামলায় উঠে আসছে একের পর এক অভিযোগ। এবার সৌভিক ভট্টাচার্যর জামিন মামলায় আদালতে বিস্ফোরক দাবি করল ইডি। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত মানিক ভট্টাচার্য এবং ‘মাস্টারমাইন্ড’ তাপস মণ্ডল করোনা অতিমারির সময় ঠিক করেছিলেন অনলাইন ক্লাস করানো হবে। সেইমত অল বেঙ্গল টিচার ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশন নামে বেসরকারি শিক্ষক সংগঠন তৈরি করা হয়েছিল। এরপর অনলাইন ক্লাসের নামে মাথা পিছু ৫০০ করে তোলা হত। করোনার সময় মূলত অনৈতিক ভাবে টাকা রোজগার করার জন্যই ওই ব্যবস্থা করা হয়েছিল। এই অ্যাসোসিয়েশনের সঙ্গেই মানিক পুত্র সৌভিকের যোগ টানে ইডি। ওই সংগঠনের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনও যোগ আছে কি না? তা জানতে চেয়েই আদালতে শুক্রবার প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদিও এদিন মানিক-পুত্র সৌভিকের জামিনের আর্জি পিছিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।
এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার হবে বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ১১ অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। এরপরই তদন্তে নেমে মানিকের বিপুল সম্পত্তির হদিশ পান ইডি। এরপরই নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে শৌভিক ভট্টাচার্যের। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ব্যাঙ্কশাল আদালতে আত্মসমপর্ণও করেন মানিকের স্ত্রী ও পুত্র।