আপনার কি বিয়ে ঠিক হয়ে গিয়েছে? খুব শীঘ্রই যদি আপনার বিয়ে হয় তাহলে এই কাজগুলি অবশ্যই করা উচিত। কারন বিয়ের দিনটা প্রত্যেক মেয়ের কাছে একটা বিশেষ দিন। সব মেয়েই চায় সেদিন তাঁকে সবচেয়ে সুন্দর দেখাক। বুদ্ধিমতী কনেরা বিয়ের দিনের জন্য অপেক্ষা করে না। তারা বিয়ে ঠিক হওয়ার পর থেকেই ত্বকের যত্ন নিতে শুরু করে। বিয়ের দিন ঠিক হলে শুধু মেক আপের উপর ভরসা না করে এখন থেকেই ত্বকের যত্ন নিতে শুরু করুন।
নিয়মিত ফেসিয়াল করতে হবে। কারণ ফেসিয়াল ত্বককে গভীরভাবে পরিষ্কার করে ত্বকে আর্দ্রতা যোগায়। এতে ত্বকের স্বাভাবিক আভা বৃদ্ধি পায়। ফেসিয়াল ত্বকের রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল করে তোলে এবং এবং তারুণ্য বজায় রাখে। ত্বক সতেজ ও পেলব রাখতে বাড়িতেই ফেসিয়াল করুন।
চন্দন ফেসিয়াল বিয়ের দিনের জন্য উপযুক্ত। অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত চন্দন তেলের নিঃসরণ নিয়ন্ত্রণ করতে এবং ব্রেক আউট প্রতিরোধ করতে সক্ষম। মধুর সঙ্গে চন্দনের গুঁড়ো ত্বকের উপর ম্যাজিকের মতো কাজ করে। মধুর ব্যবহার করা হয় কারণ এটি ত্বকে আর্দ্রতার যোগান দেয়।
এছাড়া মুলতানি মাটি ফেস প্যাক যা ত্বকের জন্য ভালো। কারণ এটি একটি দুর্দান্ত ময়েশ্চারাইজার। মুলতানি মাটি কালো দাগ কমায় এবং স্কিন টোনে সামঞ্জস্য আনে। এছাড়াও এটি ত্বকে জমে থাকা তেল দূর করে এবং মৃত কোষ সরিয়ে ত্বক গভীভাবে পরিষ্কার করতে সাহায্য করে। শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটির সঙ্গে এক চা চামচ দুধ এবং মধুর সঙ্গে মিশিয়ে লাগানো যায়। তৈলাক্ত ত্বকের জন্য, গোলাপ জলের সাথে এক চা চামচ মুলতানি মাটি মেশাতে হবে।
ত্বকে জমে থাকা সমস্ত মৃত কোষগুলিকে দূর করতে সপ্তাহে দুবার আখরোটের গুঁড়ো মধু ও দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে আলতো ঘষে ধুয়ে ফেলুন। এক্সফোলিয়েশনের পরে মুখে সেরাম লাগান।