রাজ্য লিড নিউজ

সোমবার থেকে ফের খুলে যাচ্ছে সব স্কুল-কলেজ

অনলাইন শেষে ফের সোমবার থেকে অফলাইনের ক্লাস ফিরতে চলেছে। তবে, নির্দিষ্ট নির্দেশিকা না আসায় সরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এখনও স্পষ্ট করে জানাতে পারছে না। পড়ুয়ারাও কিছুটা ফাঁপরে। রেকর্ড ভাঙা গরমের কারণে পড়ুয়াদের কথা ভেবে কালিম্পং ও দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা বাদ দিয়ে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে গত সোমবার থেকে প্রাথমিকভাবে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি ক্ষেত্রেও প্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদন করেন তিনি। তবে কিছু বেসরকারি স্কুল অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে। শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছিল, এক সপ্তাহ বা পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশের আগে পর্যন্ত এই ছুটি থাকবে।

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, বিশেষ ছুটি বাড়ানো নিয়ে কোনও রকম আলোচনা হয়নি দফতরের অন্দরে। এই সংক্রান্ত নতুন কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তাই সোমবার থেকেই স্কুল-কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে যেতে পারে।

বিকাশ ভবনের এক উচ্চপদস্থ আধিকারিকের মতে, এক সপ্তাহের সাময়িক ছুটির কারণে একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার সূচি বদল করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যে স্কুলগুলিতে একাদশের প্র্যাকটিক্যাল বাতিল হয়েছে সেগুলিকে ২৪ থেকে ২৯ এপ্রিলের মধ্যে পরীক্ষা নিতে বলা হয়েছে। আবার ২ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হওয়ার কথা। তাই ছুটি বাড়ানো হলে পরীক্ষা কখন হবে। আর এই কারণেই সাময়িক ছুটি না বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলেই মত ওই আধিকারিকের।