খেলাধুলা ব্রেকিং নিউজ

অবসরের সিদ্ধান্ত সানিয়ার

এবার অবসরের ঘোষণা করলেন ভারতের ইতিহাসে সেরা মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা। জানিয়ে দিলেন চলতি বছরই তাকে শেষবারের মতো কোর্টে নামতে দেখা যাবে। এরপর বিদায় জানাবেন কোর্টকে।

বছর ৩৫ এর সানিয়া ভারতের সবচেয়ে বড় টেনিস তারকাদের মধ্যে একজন। ২০০৩ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। গত ১৯ বছর ধরে, তিনি একটানা টেনিস খেলছেন এবং বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতকে গর্বিত করেছেন। ২০০৭ সালে প্রথম ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে সিঙ্গলসে প্রথম একশোয় থাকার নজির গড়েন। ব়্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে উঠে আসেন সানিয়া।

তবে চলতি বছর এর শুরুটা ভালো হয়নি সানিয়ার। বুধবার মহিলা ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তার এবং ইউক্রেনের নাদিয়া কিচেনোক-এর জুটি স্লোভেনিয়ার তামারা জিদানসেক এবং কাজা জুভানের জুটির কাছে ৪-৬ ৬-৭(৫) ফলে পরাজিত হন। তবে সানিয়া এখনও অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস খেলবেন।

প্রথম রাউন্ডে হারের পরই সানিয়া অবসরের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, “আমি মনে করি আমি আরও ভাল খেলতে পারি, তবে এখন শরীর আর আমাকে সাথ দিচ্ছে না। এটাই আমার কাছে সবচেয়ে বড় দুঃখ।বয়সের কারণেই হয়তো এমনটা হচ্ছে মনে হয়। তাছাড়া আমার ৩ বছরের বাচ্চাও রয়েছে। ওকে ছেড়ে সবসময় যেখানে-সেখানে চলে যাওয়াটাও বেশ ঝুঁকিপূর্ণ।”

মহিলাদের ডাবলসে, সানিয়া মির্জা ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১৫ সালে উইম্বলডন এবং ইউএস ওপেন জিতেছিলেন। একই সময়ে, মিক্সড ডাবলসে, তিনি ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০১৪ সালে ইউএস ওপেন জিতেছেন।