উজ্জ্বল ত্বকের জন্য চন্দনের বিকল্প কিচ্ছু নেই। আয়ুর্বেদে চন্দন কাঠের গুরুত্ব অনেক। এই ভেষজ উপকরণটির অনেক উপকারিতা রয়েছে। চন্দন কাঠ ত্বকের যত্নে বিশেষভাবে ব্যবহৃত হয়। এটি ত্বক সম্পর্কিত সমস্যা যেমন ব্রণ, ফুসকুড়ি, ত্বকের সংক্রমণ, শুষ্কতা, ত্বকের তৈলাক্ত ভাব ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনি ত্বকের নানান সমস্যা দূর করতে ঘরোয়া উপায়ে চন্দনের কিছু ফেস প্যাক তৈরি করতে পারেন। এটি আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে। জেনে নেওয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে চন্দনের ফেস প্যাক বানাবেন।
• চন্দন এবং মধু :
এই ফেসপ্যাকটি তৈরি করতে ১ চা চামচ চন্দন গুঁড়ো নিন। এবার এতে প্রয়োজন মতো মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর এটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। হালকা হাতে ত্বকে ম্যাসাজ করুন। এটি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন। এর পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপনি এটি সপ্তাহে ২ বার ব্যবহার করলে ভালো ফল পাবেন।
• চন্দন এবং কাঁচা দুধ :
এর জন্য ১ চা চামচ চন্দন গুঁড়ো নিন। এতে কিছু পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার ওই পেস্টটি মুখে এবং ঘাড়ে সমানভাবে লাগান। এটি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন। এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন। উজ্জ্বল ত্বকের জন্য সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারেন।
• হলুদ এবং চন্দন :
একটি পাত্রে এক চামচ চন্দন বেটে নিন। এতে এক চিমটি হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপএর এটি ঘাড় এবং মুখে ১৫ মিনিতের জন্য লাগিয়ে রাখুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করে। সপ্তাহে ২ থেকে৩ বার ব্যবহার করতে পারেন।