দেশ লিড নিউজ

Road Accident: পথ দুর্ঘটনায় তেলেঙ্গানায় মৃত একই পরিবারের ৪

পথ দুর্ঘটনার শিকার হয়ে পৃথক জায়গায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন সদস্য। তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে NH ১৮৬-এ দুটি ভিন্ন ভিন্ন সড়ক দুর্ঘটনায় এই ঘটনা ঘটেছে বলে সোমবার পুলিশ জানিয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাতে দুর্বল দৃশ্যমানতার কারণে প্রথম দুর্ঘটনায় ভেম্পাহাদে এক পথচারী সহ দু’জনের মৃত্যু হয়। নাগারাজু (২৮), রামাওয়াত কেশবকে (১৯) তার বাইক দিয়ে ধাক্কা মারে, রামাওয়াত পায়ে হেঁটে যাচ্ছিলেন। দুজনেই এই দুর্ঘটনায় মারা যান, পুলিশ জানিয়েছে।

রামাওয়াত কেশবের পরিবার দুর্ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলের দিকে যাওয়ার সময় তাদের গাড়ির সাথে একটি তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। ঘটনায় সাতজনের মধ্যে কেশবের পরিবারের তিনজন ঘটনাস্থলেই মারা যান, অপর চারজনের অবস্থা আশঙ্কাজনক। যে তিনজন নিহত হয়েছেন তারা হলেন — রামাওয়াত পান্ডু (৪০), রামাওয়াত গনিয়া (৪০) এবং রামাওয়াত বুজ্জি (৩৮)।

পুলিশ আরও জানিয়েছে, নিহত পাঁচজন একই গ্রামের এবং তাঁরা মাল্লেভানি কুন্তা থান্ডা গ্রামের বাসিন্দা ছিলেন। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিরিয়ালাগুদা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।