রাজ্য লিড নিউজ

RG Kar Case: প্রতিবাদ মিছিল করলে ‘চামড়া গুটিয়ে নেওয়া হবে’: শাসানি প্রধান শিক্ষকের!

RG Kar হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুতে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ, ধিক্কার মিছিল। বিক্ষোভ অব্যাহত দেশ জুড়েও। এরই মাঝে প্রতিবাদ করতে গিয়ে ‘পিঠের চামড়া গুটিয়ে নেওয়ার’ শাসানি শুনতে হল স্কুল পড়ুয়াদের।

জানা গেছে, RG Kar -এর ঘটনার প্রতিবাদে মিছিল করতে চেয়ে মঙ্গলবার প্রধান শিক্ষকের কাছে অনুমতি চেয়েছিল পড়ুয়ারা। অভিযোগ, তখন প্রধান শিক্ষক ধমক দিয়ে বলেন -মিছিল করা যাবে না। মিছিল করলে ‘চামড়া গুটিয়ে নেওয়া হবে।’ কিন্তু মঙ্গলবার থেমে থাকলেও বুধবার স্কুলের প্রাক্তন এবং বর্তমান পড়ুয়ারা মিছিল করে এসে স্কুলের সামনে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনা স্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। প্রায় এক ঘন্টা চলে অবরোধ। ঘটনা উত্তর ২৪ পরগণার গাইঘাটার মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের।

এই বিষয়ে প্রধান শিক্ষক দেবাশীষ ঘোষ বলেন, মেরে চামড়া গুটিয়ে দেওয়ার কোনও কথা বলা হয়নি। তিনি জানান, মঙ্গলবার ক্লাস চলাকালীন মিছিল করার অনুমতি নিতে আসে দু-তিনজন ছাত্রী। তাই তিনি তাদের স্কুল বন্ধ করে প্রতিবাদ মিছিল করার অনুমতি দেননি। বুধবার যারা স্কুলে না এসে মিছিলে অংশ নিয়েছে তাদের বিরুদ্ধেও তার কিছু বলার নেই বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।