রাজ্যে বাড়ল বিধিনিষেধের সময়সীমা। ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হল বিধিনিষেধ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল থাকছে নাইট কার্ফু। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এখনও সব পরিষেবা চালু করার ঝুঁকি নিচ্ছে না রাজ্য সরকার। ৩১ জুলাই পর্যন্ত যে বিধিনিষেধ চালু ছিল। এবার মেয়াদ বাড়িয়ে করা হল ১৫ আগস্ট পর্যন্ত। বৃহস্পতিবার সকালে নবান্ন থেকে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে কোনও সরকারি অনুষ্ঠান করতে গেলে ৫০ শতাংশের উপস্থিতিতে কোনও ঘেরা জায়গায় তা করা যেতে পারে। যতটা সম্ভব ‘ওয়ার্ক ফ্রম হোম’ করানোর কথা উল্লেখ করা হয়েছে। সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে নাইট কার্ফুর বিষয়টিতে তাঁরা আরও বেশি জোর দেন। রাতে কোনও গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত মঙ্গলবারই করোনা বিধি মানা নিয়ে জেলাগুলিকে আরও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
৩১ আগস্ট পর্যন্ত দেশজুড়ে করোনা সংক্রান্ত গাইডলাইনের মেয়াদ বাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার কেন্দ্রের পক্ষ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে জানিয়েছে যাতে করোনা বিধির ক্ষেত্রে কোনও ছাড় না দেওয়া হয়। সংক্রমণ কমে গিয়েছে বলে কেউ যেন আত্মতু্ষ্টিতে না ভোগেন, এটাও লেখা হয়েছে চিঠিতে।
You must be logged in to post a comment.