খলিস্তানিদের নিশানায় এবার অযোধ্যার রামমন্দির! হিন্দুদের আরাধ্য দেবতা রামের এই মন্দির বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন। এক ভিডিওর মাধ্যমে এই হুমকি বার্তা দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ্য করা হয়েছে আগামী ১৬ থেকে ১৭ নভেম্বরের মধ্যে হামলা চালানো হবে অযোধ্যার রামমন্দিরে।
অযোধ্যা এখন ভারতে হিন্দুত্ববাদের ভীত। সেই ভীতই তাঁরা কাঁপিয়ে দেবে। শুধু রামমন্দির নয় দেশের একাধিক হিন্দু মন্দিরের উড়িয়ে দেওয়ার কোথাও বলা হয়েছে ওই ভিডিও বার্তায়। তার মধ্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধন করছেন এমন একটি ছবি। রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ চন্দ্র আর্যকেও হুমকি দিতে দেখা দিয়েছে পান্নুনকে।
সূত্রের খবর, এই ভিডিও শুট করা হয়েছে কানাডার ব্রাম্পটনে। যেখানে কিছুদিন আগেই হামলা চালিয়েছিল খলিস্তানি সমর্থকরা। বিদেশের মাটিতে বসে পান্নুনের এমন হুমকি অবশ্য প্রথমবার নয়, এর আগে এয়ার ইন্ডিয়ায় বোমা হামলার হুমকি দিয়েছিল এই খলিস্তানি জঙ্গি।