ব্রেকিং নিউজ রাজ্য

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়

পরিবর্তন হয়েছে আবহাওয়া। গুমোট গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে কলকাতা। প্রাণ ফিরে পেয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আবহবিদরা জানিয়েছেন, আগামী কিছু দিন কলকাতা ছাড়াও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এই জেলাগুলি হল-উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।

বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়ার বেগ বাড়বে। শুক্রবার পর্যন্ত এই ঝড়বৃষ্টি চলতে পারে। ২৫ ও ২৬ মে আবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি কালিম্পঙ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রা কমবে, তারপর ফের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।

বিহার এবং তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। পাশাপাশি, বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে বলে জানিয়েছেন আবহবিদেরা। ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।